নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান দেশের সংবিধান পাল্টে দিতে চেয়েছিলেন। আর এখন তার সন্তানরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চান।
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) সকালে দিনাজপুর প্রেস ক্লাবের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন ও সংগ্রামের দিনগুলোতে বঙ্গবন্ধু জীবনে কখনো কোনোদিন পাকিস্তানিদের সঙ্গে আপস করেনি।
তিনি আরও বলেন, দেশে ঘোষণাপত্র, ইস্তেহার ও স্বাধীনতার ঘোষণা মেনেই রাজনীতি করার সুযোগ আছে। এর ব্যত্যয় ঘটালে দেশে থাকার কোনো সুযোগ নেই।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ তৈরিতে অর্থনীতির প্রধান হাতিয়ার হতে পারে মেরিটাইম সেক্টর: নৌপ্রতিমন্ত্রী
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, সেই সময় দেশে জিয়াউর রহমান সান্ধ্যআইন জারি করেছিলেন। যার কারণে সাধারণ জনগণ রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারত না। অথচ তারাই এখন গণতন্ত্রের কথা বলে দেশি-বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে আর মিথ্যাচার করছে।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম, উপজলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
আরও পড়ুন: কুড়িগ্রামে এনএমআই স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে: নৌপ্রতিমন্ত্রী
সমুদ্রের সুনিল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিণত করবে: নৌপ্রতিমন্ত্রী